বিনামূল্যে Computer দেওয়া হবে , কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের #Rose IT -এর পক্ষ থেকে



বিনামূল্যে Computer দেওয়া হবে , কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের #Rose IT -এর পক্ষ থেকে ও  কাজের বিনিময়ে ২৮,৮০০ টাকার Online Freelancing কোর্স করুন মাত্র ১০০০ টাকায়।

⭕️ এটা কোন কোর্স নয় এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্ট এ ৩ টা কোর্স এমন ভাবে করানো হবে যেন 

আপনি একজন নামকরা ফ্রিল্যান্সার হতে পারেন,

⭕️ এই কোর্সে  ডাটা এন্ট্রি ও ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন, এই কোর্সে এই তিন টি কোর্সের বিস্তারিত শিখানো হবে,

ব্যাসিক টু এডভান্স ।

  

১. প্রচুর ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে ;কারণ একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে এই ২ টি গুন অবশ্যই থাকতে হবে,

২. মোবাইল দিয়েই ক্লাস+ইনকাম আগামি ২ মাস করতে পারবেন,এই ২ মাসে হয়ত ৭/৮ হাজার ইনকাম করতে পারবেন ,

 আর  কিছু টাকা লাগিয়ে একটা কম্পিউটার কিনতে হবে। .

৩. প্রতি সপ্তাহে ২ দিন,২ ঘন্টা করে  ক্লাস করতে হবে ৬ মাস পর্যন্ত ;

⭕️ আগ্রহীদের জন্য নিম্নলিখিত সুযোগ-সুবিধা  দেওয়া হবে....

👉 (০১) কোর্স-টি কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে  LIVE ক্লাস করতে পারবেন 

👉 (০২) ক্লাস শেষে প্রতিটি ক্লাসের রেকর্ডিং ভিডিও দেওয়া হবে ;

👉 (০৩) কোর্সের মেয়াদ ৬ মাস কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি কোর্স সম্পূর্ণ করতে

 না পারেন তাহলে যতদিন প্রয়োজন ক্লাস করা যাবে বা সাপোর্ট নেয়া যাবে , 

👉 (০৪) যতদিন আপনার মাসিক ইনকাম ১০/১৫ হাজার টাকা না হচ্ছে ততদিন অনলাইন LIVE সাপোর্ট দেওয়া হবে ;

👉 (০৫) অনলাইন LIVE সাপোর্ট এ  প্রত্যেক শিক্ষার্থীর কম্পিউটারে প্রবেশ করে যে কোন সমস্যা মুহুর্তেই সমাধান করা হবে ;

👉 (০৬) আমাদের থেকে ট্রেনিং নেওয়ার পর অন্য কোন প্রতিষ্ঠানে ট্রেনিং এর প্রয়োজন নেই ;

👉 (০৭) কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।

⭕️ আগ্রহীদের ট্রেনিং চলাকালীন ইন্টারনেট ও বিভিন্ন টুলস ও ট্রেনার  এর খরচ 

বাবদ প্রতিমাসে ১০০০ টাকা পরিশোধ করতে হবে ( ৬ মাস )। ২য় মাস থেকে ইনকাম করেই দিতে পারবেন কোর্স ফি।


⭕️ এই কোর্সের মুল বিষয় হচ্ছে আপনাকে একজন ফ্রিল্যান্সার করা, আপনি শুধু ১০০০ টাকা দিয়ে ফুল ৩ টা কোর্স করে একজন 

সফল ফ্রিল্যান্সার হতে পারবেন;

৩. প্রতি সপ্তাহে ৩ দিন ক্লাস করতে হবে ৬ মাস পর্যন্ত ;

⭕️ আগ্রহীদের জন্য নিম্নলিখিত সুযোগ-সুবিধা  দেওয়া হবে....

👉 (০১) কোর্স-টি কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে  LIVE ক্লাস করতে  পারবেন  যেকোনো ২ দিন 

( শনি ও মঙ্গলবার বা রবি ও বুধবার বা সোম ও বৃহস্পতিবার ) এবং ক্লাসের সময়সূচী নিম্নে দেয়া হল :

⏰ সকাল 09.00টা - 11.00টা পর্যন্ত

⏰ বিকাল 04.00টা - 6.00টা পর্যন্ত

⏰ সন্ধ্যা 07.00টা - 9.00টা পর্যন্ত

👉 (০২) জরুরী কারনে ক্লাসে অনুপস্থিত থাকলে সেই ক্লাসের রেকর্ডিং ভিডিও দেওয়া হবে ;

👉 (০৩) কোর্সের মেয়াদ ৬ মাস কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি কোর্স সম্পূর্ণ করতে

 না পারেন তাহলে যতদিন প্রয়োজন ক্লাস করা যাবে বা সাপোর্ট নেয়া যাবে ,

 কিন্তু একটানা ১ মাস ক্লাসে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হবে ;

👉 (০৪) এই কোর্সে  ডাটা এন্ট্রি ও ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন, এর কাজ  শিখানো হবে,  

সহজ কাজ, খুব বেশী কম্পিউটার এবং ইংলিশ জ্ঞান লাগে না ও 

নতুনদের জন্য উপযুক্ত এর মূল কারণ হচ্ছে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে আপনার ইনকাম শুরু করা 

অতঃপর উল্লেখিত কোর্সের বাকি কাজগুলো শিখানো হবে, অতএব ট্রেনিং চলাকালীন ইনকামের সুযোগ তৈরি  হবে ;

👉 (০৫) উল্লেখিত কোর্স সম্পূর্ণ করার পর প্রয়োজন সাপেক্ষে পর্যায়ক্রমে Advanced Graphic Design,

 Search Engine Optimization এর ট্রেনিং দেওয়া হবে বিনা খরচে ;

👉 (০৬) যতদিন আপনার মাসিক ইনকাম ১০/১৫ হাজার টাকা না হচ্ছে ততদিন অনলাইন LIVE সাপোর্ট দেওয়া হবে ;

👉 (০৭) অনলাইন LIVE সাপোর্ট এ  প্রত্যেক শিক্ষার্থীর কম্পিউটারে প্রবেশ করে যে কোন সমস্যা মুহুর্তেই সমাধান করা হবে ;

👉 (০৮) কাজ পাওয়া, করা, জমা দেয়া, পেমেন্ট ট্রান্সফার করা ইত্যাদি প্রতিটি ধাপে সকল প্রকার সহায়তা করা হবে ;

👉 (০৯) আমাদের থেকে ট্রেনিং নেওয়ার পর অন্য কোন প্রতিষ্ঠানে ট্রেনিং এর প্রয়োজন নেই ;

👉 (১০) ট্রেনিং ও কোর্স ফি বাবদ প্রদত্ত কাজ সম্পূর্ণ করার পর পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের Rose IT -এর পক্ষ থেকে বিনামূল্যে Computer দেওয়া হবে ;

👉 (১১) Creative IDEA - এর জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হবে ও অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই ।

⭕️ এছাড়াও উল্লেখিত কোর্স সমূহ সম্পূর্ণ করার পর বাংলাদেশী কোন 

প্রতিষ্ঠানে চাকরি করে বা ব্যবসায় করে বা দেশে বসে বিদেশী প্রতিষ্ঠানের কাজ করে বা ফ্রিল্যান্সিং করে প্রতিমাসে আপনার চাহিদা অনুযায়ী (১০,০০০ থেকে ১,০০,০০০ টাকা বা আরও অধিক) আয় বা উপার্জন করার সুযোগ তৈরি হবে । 

👉 বিশেষ দ্রষ্টব্য : এই কোর্সে সবাইকে ভর্তি করা হবে না । 

যাদের লক্ষ্য ঠিক নাই বা দেখি হয় কিনা এই ধরনের মনোভাব অথবা মনোভাব ঠিক নাই তাদেরকে ভর্তি হতে হবে না

 ও কোন খরচ করতে হবে না । তারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ফ্রি ভিডিও বা 

টিউটোরিয়াল গুলো দেখে আয় করার চেষ্টা করতে পারেন ।

যারা নিশ্চিতভাবে জানে বা বুঝে যে Online Freelancing অন্যান্য সকল পেশা 

অথবা চাকরীর চাইতে উত্তম, Freelancing কে জীবনের একমাত্র পেশা হিসেবে নিতে আগ্রহী ও 

এর জন্য Sustainable Skill Development করতে চায় এবং 

স্থায়ীভাবে প্রতিমাসে ২০ হাজার টাকার বেশি আয় করতে চায় ও 

এর জন্য যথেষ্ট পরিশ্রম করার মন মানসিকতা এবং সময় আছে শুধুমাত্র তাদেরকে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে । ধন্যবাদ ।

⭕️ আগ্রহীদের ট্রেনিং চলাকালীন ইন্টারনেট ও বিভিন্ন টুলস এর খরচ বাবদ প্রতিমাসে ১০০০ টাকা পরিশোধ করতে হবে ( ৬ মাস )।

প্রথমে  ১০০০  টাকা দিয়ে ভর্তি হতে হবে পরের মাস গুলোতে ইনকাম করেই দিতে পারবেন ,মোট ৬ মাস দিতে হবে ১০০০ টাকা করে  ৬০০০ টাকা

⭕️ যেহেতু মাত্র ৫০ জন কে এ সুযোগ দেয়া হচ্ছে তাই

 আজই আপনার আসন টি নিশ্চিত করতে পারেন আসন শেষ হওয়ার আগেই । ধন্যবাদ ।

সাথে থাকছেঃ

� আইটি সেক্টর ক্যারিয়ার গড়ার পরামর্শ।

� আপনি ১০০% কাজ পাওয়ার নিশ্চয়তা পাবেন।

� ফ্রিল্যান্সিং কনসালটেন্সি।

� প্রতিদিন ১৮ ঘণ্টা সাপোর্ট।

� প্রতিটি ক্লাস শেষে ক্লাসের ভিডিও।

� লাইফটাইম সাপোর্ট কার্ড।

� ব্যাকআপ ক্লাস এর বাবস্থা।

� ওয়ার্ল্ড ভেরিফাইড সার্টিফিকেট।

� ফ্রিল্যান্সারদের বিভিন্ন  মার্কেট প্ল্যাস এ একাউন্ট  ক্রিয়েশন এ  (A) টু (Z) গাইড।

� ইনকাম করার পূর্ব পর্যন্ত  যাবতীয়  সকল সাপোর্ট।

👉 অতএব আজই আপনার আসন টি বুকিং করতে চাইলে এই পেজে ম্যাসেজ করুন।

⭕️ ভর্তি বা কোর্স বিষয়ক যেকোনো ধরনের তথ্যের জন্য যোগাযোগ করুন - ০১৭২৩৩৬৮৯৫৯ 

।।। সরাসরি যোগাযোগের ঠিকানা ।।।

🏢 রোজ মাল্টিমিডিয়া & রোজ আইটি, রাণীনগর, নওগাঁ, বাংলাদেশ।

Post a Comment

0 Comments